ঢাকা: ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে গত এক দিনে আরো চারজনের মৃত্যু হয়েছে। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৭৮১ জন।
চলতি বছরের এখন পর্যন্ত এই নিয়ে ডেঙ্গুতে মোট মৃত্যু বেড়ে দাঁড়াল ২২৪ জনে। এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি বেড়ে দাঁড়িয়েছে ৫২ হাজার ৮৮৫ জনে।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ডেঙ্গুতে মারা যাওয়া সবাই পুরুষ, যাদের বয়স ১৩, ১৪, ৩৯, ৫৫ বছর।
জানা যাচ্ছে, এই বছর ডেঙ্গু নিয়ে সবচেয়ে বেশি মানুষ হাসপাতালে ভর্তি হয়েছেন সেপ্টেম্বর মাসে, পাশাপাশি মৃত্যুও ছিল সর্বোচ্চ।
ডেঙ্গু নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২ হাজার ৪৫২ জন।
