ঢাকা: কয়দিন পর পর সড়ক অবরোধে জনগণ মারাত্মক ভোগান্তিতে পড়ছেন। একের পর এক দাবি, সরকারের দায় দায়িত্ব নেই, আর এদিকে মানুষ পড়ছে হেনস্থার মাঝে।

ঢাকা কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণীর শিক্ষার্থীরা রবিবার (১২ অক্টোবর) রাজধানীর সাইন্সল্যাব মোড় অবরোধ করেছে। তারা অধ্যাদেশ বাতিল এবং কলেজের স্বতন্ত্রতা রক্ষার দাবিতে এই বিক্ষোভ কর্মসূচি নিয়েছে বলে জানা গিয়েছে।

প্রতিবাদরত শিক্ষার্থীরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইনকে কেন্দ্র করে তাদের অসন্তোষ প্রকাশ করেছেন।

বিক্ষোভের ফলে সড়ক সম্পূর্ণরূপে যানবাহনের জন্য বন্ধ ছিল।

সায়েন্স ল্যাব, নীলক্ষেত মোড়, এলিফ্যান্ট রোডসহ আশপাশে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

শিক্ষার্থীরা জানাচ্ছেন, তারা শান্তিপূর্ণভাবে তাদের দাবি আদায়ের চেষ্টা করছেন এবং সরকারের কাছে তাঁদের স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান রক্ষার আহ্বান জানিয়েছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *