ঢাকা: ইউনূস তথা অন্তর্বর্তী সরকার দেশের ক্ষমতা দখল করার পর থেকে শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। ছাত্র ছাত্রীদের এখন আর শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজন নেই। তারা এখন কেবল রাজপথ চেনে।

যেমন হল লাগলেও সড়ক অবরোধ হচ্ছে আজকাল।

এইবার ভূমিকম্পের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় ছুটি ঘোষণা করা হলো।

প্রথমে একদিনের জন্য ক্লাস ও পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত হলেও ভূমিকম্প নিয়ে আতঙ্কের মধ্যে থাকা শিক্ষার্থীদের কথা বিবেচনায় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৫ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।

গতকাল শনিবার রাতে সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হওয়ার কথা জানান বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেছেন, রবিবার বিকাল ৫টার মধ্যে শিক্ষার্থীদের হল ছেড়ে দিতে হবে। হলগুলো ঠিকঠাক করে পরে বিশ্ববিদ্যালয় ফের খুলবে।

সিন্ডিকেটের বৈঠক শেষে কোষাধ্যক্ষ বলেন, হলগুলো যাচাই করে দেখার জন্য প্রকৌশলীরা দুই সপ্তাহ সময় চেয়েছেন। পুরো ঝুঁকির সামগ্রিক মূল্যায়ন করতে এ সময় হলগুলো খালি করার সিদ্ধান্ত হয়। যে কারণে এই সময় বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

ভূমিকম্পে অবশ্য দেশের বিভিন্ন জায়গায় মারাত্মক ক্ষতি হয়েছে। আহত নিহতের সংখ্যা কম নয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *