ঢাকা: কিসের নিরাপত্তা দিচ্ছে এই সরকার? কাকে নিরাপত্তা দিচ্ছে? দেশ জাহান্নামে গেছে বললেও ভুল হবে না।
জামাত শিবির রাজাকারের দৌরাত্ম্যে মানুষের টেকা দায় এখন।
মুক্তিযোদ্ধার কবরে আগুন দিচ্ছে, মব করছে, খুন করছে- মানুষের থেকে চাঁদাবাজি করছে- অথচ সরকার বলছে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো!
তবে কারা করছে এই অপকর্মগুলো?
একাত্তরের মহান মুক্তিযুদ্ধ বিরোধীদের সুষ্ঠু বিচার সম্পন্ন হওয়ায় রাজাকার শাবকেরা প্রতিশোধের ছক কষেছে, সেই ছকেরই একটি অংশের সফল বাস্তবায়ন জুলাই দাঙ্গা ও রাজাকার প্রতিনিধি ইউনূসের ক্ষমতা দখল।
কয়জন জঙ্গী গ্রেপ্তার হয়েছে?
এবার নাটক চলছে নির্বাচন নিয়ে।অথচ নির্বাচন বানচাল করার ফন্দি আঁটছে জামাত, ইউনূস।
এখন আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদার করে দেখানো হচ্ছে ইন্টেরিম কত মনোযোগী নির্বাচনের প্রতি!
অথচ এই সরকারের নীতি চোরকে বলে চুরি কর, গৃহস্থকে বলে সজাগ থাকো।
সংসদ নির্বাচনের আগে রাজধানীর প্রবেশপথগুলোতে বসানো হয়েছে চেকপোস্ট। চালানো হচ্ছে তল্লাশি অভিযান।
আজ বুধবার বিকেল থেকে তল্লাশি চলছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
এতে বলা হয়, ঢাকা মহানগরের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় নিরাপত্তাচৌকি বসিয়ে তল্লাশি বেগবান করা হয়েছে।
যেসব জায়গায় চেকপোস্টগুলো বসেছে, তার মধ্যে আছে পুরান ঢাকার বাবুবাজার, পোস্তগোলা ব্রিজ, মাতুয়াইল ইউ-লুপ, স্টাফ কোয়ার্টার, বাসাবো রাস্তায় (কমলাপুর), গাবতলী, পূর্বাচলের ৩০০ ফিট, আবদুল্লাহপুর ব্রিজ, কামারপাড়া ও ধউড় ব্রিজ।
