কক্সবাজার: মাদক কারবার, মব, খুন, সন্ত্রাস কোনোদিকে কমতি নেই বাংলাদেশে। মাঝেমধ্যে গ্রেপ্তার হয়, তবে অধিকাংশই অধরা।
কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবাসহ একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।
ঘটনায় একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
এই অভিযান পরিচালনা করা হয় শুক্রবার (১২ ডিসেম্বর) ভোরে হোয়াইক্যং ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বালুখালী এলাকায়।
যাকে গ্রেপ্তার করা হয়েছে- হোয়াইক্যং ইউনিয়নের তুলাতলী গ্রামের মৃত মো. আবুল কাসেমের ছেলে শেখ শহীদুল ইসলাম সবুজ (২৭)।
তাঁর বিরুদ্ধে টেকনাফ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
