ঢাকা: শেখ হাসিনার মামলার রায় ঘোষণার দিন অর্থাৎ আজ ধানমন্ডি ৩২ নম্বরের এলাকায় আবারও দুটি বুলডোজার নিয়ে রাজাকারদের উপস্থিতি দেখা দিয়েছে। শিবির রাজাকাররা ভাঙচুর করতে যায় পোড়া বাড়িটি।
সোমবার দুপুরে ধানমন্ডি ৩২ নম্বরে দুটি বুলডোজার নেওয়া গেলে ওই সময় ট্রাকের ওপর কয়েকজন তরুণ হাতে মাইক ধরে স্লোগান দিচ্ছিলেন।
তারা জানান, ‘রেড জুলাই’ নামের একটি সংগঠনের পক্ষ থেকে বুলডোজার নিয়ে আসা হয়েছে।
এই ঘটনার পর অভিনেত্রী মেহের আফরোজ শাওন তাদের ‘রাজাকার বাহিনী’ বলে আখ্যা দিয়েছেন।
তিনি একটি সংবাদ শেয়ার করে লিখেছেন, ‘মনের ভয়ই আসল ভয়। বারবার ভাঙা, আগুন দেওয়ার পরও তোদের ভয় যায়নি। ধানমন্ডি ৩২-এর এই ভাঙা বাড়ির প্রতিটি ধূলিকণা বাংলাদেশের আকাশে মিশে আছে। একে কীভাবে অস্বীকার করবে, রাজাকার বাহিনী!’
উল্লেখযোগ্য যে, ধ্বংসপ্রাপ্ত বাড়িটিই আতঙ্ক সৃষ্টি করছে পাকিস্তানিদের মনে। তাই এটাকে সম্পূর্ণ শেষ না করা পর্যন্ত তাদের শান্তি নেই।
গত বছরের ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বাইরে যাওয়ার পর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত বাড়িতে হামলা চালানো হয় এবং সেখানে লুটপাট ও আগুন ধরানো হয়।
জঙ্গীদের কর্মকাণ্ডে হেসেছে গোটা বিশ্ব।
গত বছরের ৫ ফেব্রুয়ারি ‘বুলডোজার মিছিল’ কর্মসূচির সময় সে বাড়িটি ভাঙা হয়। সেখানে উপস্থিত প্রায় তিন হাজার মানুষ ভিড় করেছিলেন। রাত পৌনে ১১টার দিকে ক্রেন এবং এক্সক্যাভেটর দিয়ে বাড়ি ভাঙার কাজ শুরু হয়। কয়েক ঘণ্টার মধ্যেই তিনতলার বাড়ির একটি অংশ ধ্বংস করা হয়।
মাঝে বিরতি নেওয়ার পর আরও একটি এক্সক্যাভেটর যোগ দেয়। মধ্যরাতে সেনাবাহিনী কিছু সময় সেখানে অবস্থান করলেও স্থানীয় জনগণ ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকে এবং পরে তারা চলে যায়।
রাতের বেলা সেখানে গান বাজানো এবং নাচের পৈশাচিক দৃশ্যও দেখা যায়।
এরাই সেই ব্যক্তি যারা স্বাধীনতা চায়নি, যারা পাকিস্তানিদের কদর করছে, যারা গদিতে বসে আছে।
