ঢাকা: রাজধানী ঢাকায় আবারো ভূমিকম্প অনুভূত হয়েছে। এর আগে তীব্র ঝাঁকুনির পর ফের ভূমিকম্প। আজ শনিবার সন্ধ্যা ৬টা ৬ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। এর মাত্রা ছিল ৪ দশমিক ৩।
উল্লেখযোগ্য যে, গত ৩৬ ঘণ্টার কম সময়ে এই নিয়ে দেশে তৃতীয়বারের মতো ভূমিকম্প অনুভূত হলো।
জানা গেছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল রাজধানী থেকে ৩ মাইল দূরে। এর গভীরতা ছিল ভূ-পৃষ্ঠ থেকে ৬ দশমিক ২ মাইল।
এর আগে শুক্রবার (২১ নভেম্বর) সকালে ১০টা ৩৯ মিনিটে প্রথম দফায় ভূমিকম্প অনুভূত হয়। এর মাত্রা ছিল ৫.৭। এটির উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদীতে।
প্রথম দফার ভূমিকম্পের একদিন পর অর্থাৎ আজ সকালেও ১০টা ৩৬ মিনিটে আরেকবার ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.৩। উৎপত্তিস্থল ছিল নরসিংদীর পলাশ উপজেলা।
