ঢাকা: একুশে বইমেলা বাঙালির আবেগ। অথচ এই সরকারের আমলে বইমেলা নিয়ে শুরু হয়েছে তুঘলকি কাণ্ড।
এর আগে বললো, বইমেলা ডিসেম্বরে হবে। অর্থাৎ ২০২৬ এর মেলা ২৫ এ। তাও আবার ফেব্রুয়ারি ছেড়ে!
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও পবিত্র রমজানের কথা বিবেচনা করে তারা একুশের বইমেলা এগিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছিলো। এ এক নজিরবিহীন সিদ্ধান্ত।
বিষয়টা অনেকটা শীতকালের ওয়াজ গরমকালে করার মতো। ভাষার মাসের মেলা বিজয়ের মাসে। কিন্তু নাম একুশের বইমেলা।
এ ঘটনার এক সপ্তাহ যেতে না যেতেই ২৮ সেপ্টেম্বর বাংলা একাডেমি নতুন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ডিসেম্বরে এই মেলা হচ্ছে না।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সিদ্ধান্ত হয়েছে, অমর একুশে বইমেলা জাতীয় সংসদ নির্বাচনের পরবর্তী সময়ে আয়োজনের ব্যবস্থা নিতে হবে।
এই প্রেক্ষাপটে পূর্বঘোষিত মেলা অনুষ্ঠানের কার্যক্রম স্থগিত করা হয়েছে।
সব দেখে মনে হচ্ছে, তামাশা হচ্ছে মেলা নিয়ে।
এখন বলা হচ্ছে, অমর একুশে বইমেলা-২০২৬ আগামী বছর ফেব্রুয়ারি মাসেই আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। তবে ফেব্রুয়ারিতে হলেও মেলা অনুষ্ঠিত হবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পর।
তারপর আবার বলবে নির্বাচন হলেও রমজান আছে, ফলে এই বছর বাতিল একুশে বইমেলা। পরিস্থিতি দেখেশুনে তো তাই মনে হচ্ছে।
তবে এইসব বাহানা ধোপে টেকে না। কারণ এর আগে সংসদ নির্বাচন ও রমজানের মধ্যেই একুশের বইমেলা অনুষ্ঠিত হয়েছে এবং ভালোভাবেই হয়েছে।
ভাঁওতাবাজি আর কত? ১৯৯১ ও ১৯৯৬ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদের নির্বাচন হয়েছে। ওই সময়ে ফেব্রুয়ারি মাসেই ভাষার মাসের ইতিহাস-ঐতিহ্য মেনে একুশের বইমেলা হয়েছে।
এছাড়াও বিভিন্ন সময় ফেব্রুয়ারিতে রমজান হলেও বইমেলা হয়েছে নিয়মমাফিক।
মেলা বাদ পড়েনি। এবারের নির্বাচন কী এমন স্পেশাল যে বইমেলা নিয়ে এত তামাশা?
বাংলা একাডেমি কর্তৃপক্ষ জানিয়েছে, রবিবার সন্ধ্যা সাড়ে ৬টায় বাপুসের প্রতিনিধিদলের সঙ্গে বাংলা একাডেমির মহাপরিচালকের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সেখানে অমর একুশে বইমেলা ২০২৬-এর সময় নির্ধারণ বিষয়ে সমিতির প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বৈঠকে বাপুস মেলার কয়েকটি সম্ভাব্য সময়ের কথা উপস্থাপন করে।
পাশাপাশি রাষ্ট্রের নিরাপত্তাবিষয়ক সংস্থার পরামর্শও সেখানে পর্যালোচনা করা হয়। সবকিছু মিলিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পরপর ফেব্রুয়ারি মাসে মেলা আয়োজনের প্রস্তাবকে সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাস্তবসম্মত বলে গ্রহণ করা হয়েছে।
সভায় সিদ্ধান্ত হয়েছে, নির্বাচনের তারিখ নির্দিষ্ট হওয়ার পরে মেলার তারিখ ঘোষণা করা হবে।
