ঢাকা: একের পর এক বড় বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেই চলেছে। আগুনের ষড়যন্ত্র চলেছে দেশজুড়ে।
এবার রাজধানীর মিরপুর ১২ নম্বরের কালশীতে একটি বহুতল ভবনে আগুন লেগেছে।
শুক্রবার রাতে মিরপুরের কালশী রোডে বিবাহ বাড়ি কমিউনিটি সেন্টারের ছয়তলার আল্লাহরদান নামে পোশাক কারখানায় আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের চেষ্টায় রাত ১২টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
কারখানা তো এমনিতেই বন্ধ হয়ে গেছে ৫ আগস্টের পর কত শত, তারপরেও যেগুলো বেঁচে আছে সেগুলো আগুনে শেষ!
জানা গিয়েছে, ছয়তলা ভবনের পঞ্চম ও ষষ্ঠ তলাতে আল্লাহরদান পোশাক কারখানা।
তবে বলা হচ্ছে, অগ্নিকাণ্ডের সময় ওই পোশাক কারখানায় কোনো শ্রমিক ছিলেন না। শুক্রবার দুপুরের পর কারখানাটি বন্ধ হয়ে গিয়েছিল।
যদিও এভাবে বহু লাশ গুম হয়েছে। শ্রমিক থাকলেও বলা হচ্ছে শ্রমিক নেই। ইউনূসের লাশ গুমের কারুকার্য।
রাত ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ সম্পর্কে কোনো কিছুই জানা যায়নি।
