নোয়াখালী: বাংলাদেশে ঘটলো ফের অগ্নিকাণ্ডের ঘটনা। নোয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে খোলা জায়গায় রাখা পরিত্যক্ত মালামালের স্তূপে আগুন লাগার ঘটনাটি সংঘটিত ঘটেছে। এদিন, রবিবার বেলা ১১ টার দিকে ঘটনাটি সংঘটিত হয়।
এই আগুন লাগার ঘটনায় হাসপাতালের বিদ্যুৎ সরবরাহের কিছু ক্যাবলে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে। তবে ঘটনায় রোগীরা ভোগান্তিতে পড়ে গিয়েছেন।
আগুন লাগার পর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তাড়াতাড়ি আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়। কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
তবে আগুন লাগায় রোগীদের বেডের কিছু ফোম পুড়ে গিয়েছে এবং পাশে হাসপাতালের বিদ্যুতের সাব স্টেশনের কিছু তার পুড়ে যায়।ঘটনায় হাসপাতালে বিদ্যুতের সাবস্টেশন ক্ষতিগ্রস্ত হয়ে প্রায় ঘণ্টাখানেক বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল। এছাড়াও জরুরি বিভাগের সেবাও বন্ধ ছিল।
অগ্নিকাণ্ডের ঘটনাটি কিভাবে সংঘটিত হয়েছে এই বিষয়ে ধারণা করা হচ্ছে যে, কারও ফেলে দেয়া জ্বলন্ত সিগারেট থেকে হয়তো আগুন লেগেছে। তবে বিষয়টি স্পষ্ট নয়। তদন্ত হবে। এর জন্যে তিন সদস্যে একটি তদন্ত টিম গঠন করা হয়েছে।