ঢাকা: শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজের একটি অংশে আগুন লেগেছে।
শনিবার (১৮ অক্টোবর) দুপুরের দিকে হঠাৎ আগুন লাগার এই ঘটনা ঘটে। কার্গো ভিলেজের এই অংশটিতে আমদানি করা পণ্য মজুদ রাখা হয়।
বর্তমানে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট কাজ করছে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. মাসুদুল হাসান মাসুদ জানিয়েছেন, কার্গো ভিলেজের পাশে একটি অংশে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস, বাংলাদেশ বিমান বাহিনীসহ বিমানবন্দের দায়িত্বরতরা কাজ করছে।
ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এর কার্গো টারমিনালে অগ্নিকাণ্ডের ঘটনায় এখনো পর্যন্ত সর্বশেষ ৪ টা ফ্লাইট ঢাকা থেকে ডাইভার্ট হয়ে চট্রগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।
তন্মধ্যে দুইটা চট্রগ্রাম টু ঢাকাগামী ডোমেস্টিক ফ্লাইট এবং অপর দুইটা আন্তর্জাতিক ফ্লাইটের একটা ইউএস বাংলা এয়ারলাইনসের ব্যাংকক টু ঢাকা, এয়ার আরাবিয়া এর মধ্যপ্রাচ্য টু ঢাকা।
