চট্টগ্রাম: ফের অগ্নিকাণ্ডের ঘটনা বাংলাদেশে। আগুন সন্ত্রাস ছড়িয়ে পড়ছে সারা দেশে।
জানা গিয়েছে, চট্টগ্রাম নগরের কদমতলী এলাকায় কম্বলের গোডাউনে আগুন ৩ ঘণ্টা পার হলেও নিয়ন্ত্রণে আসেনি।
সোমবার দুপুর ২টার দিকে চারতলা ভবনের চতুর্থ তলার ওই গোডাউনে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথমে ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বাড়ায় আরো তিনটি ইউনিট এসে যোগ দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর একটি বিশেষ দলও যুক্ত হয়।
জানা যাচ্ছে, কম্বলের গোডাউনে প্রচুর দাহ্য সামগ্রী থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
স্থানীয় বাসিন্দারা এই বিষয়ে জানান, ভবনটির চতুর্থ তলায় কম্বল এবং তৃতীয় তলায় জুতার গোডাউন ছিল। ভবনটিতে প্রায় দেড়শ মানুষ কাজ করেন।
তবে ঘটনা যখন ঘটে তখন কেউ উপস্থিত ছিলেন না। ফলে হতাহতের ঘটনা ঘটেনি।
