ঢাকা: ঢাকা শহর আর ঢাকা শহর নেই।
এটা এখন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। ইউনূসের ম্যাটিকুলাস ডিজাইন মানুষের জীবন ধ্বংস করে ফেলেছে। দেশটা আর দেশ হয়ে নেই, জতুগৃহে পরিণত হয়েছে।
রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। যানজটের কারণে অগ্নিকাণ্ডের ৪০ মিনিট পর ফায়ার সার্ভিসের ঘটনাস্থলে পৌঁছায়।
২৫ নভেম্বর, মঙ্গলবার বিকেলে লাগা এই আগুন দ্রুত বস্তির ঘরগুলোতে ছড়িয়ে পড়ায় তীব্র ভয়ংকর আকার ধারণ করেছে।
দাউদাউ করে জ্বলছে সব। এখনো নিয়ন্ত্রণে আসেনি দানব আগুন।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ সূত্র জানায়, বিকেল ৫টা ২২ মিনিটে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস।
পরে সন্ধ্যা ৬টা ৫ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী মোট ১৬টি ইউনিট কাজ করছে।
