কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে দুটি রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই আগুনে পুড়েছে অর্ধশতাধিক ঘর।
ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
রাতে সংঘটিত হয় অগ্নিকাণ্ডের ঘটনা।
রবিবার (২৮ ডিসেম্বর) রাত ১০টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদার-২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফ ব্লকে আগুনের সূত্রপাত হয়।
তবে মুহূর্তেই আগুন ভয়াবহ রূপ নেয়। আগুন আলীখালী ২৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে ছড়িয়ে পড়ে।
তবে আগুন কীভাবে লেগেছে তা এখনো জানা যায়নি।
