ঢাকা: ঢাকার সূত্রাপুরে গ্যাস লিকেজ থেকে আগুনে একই পরিবারের পাঁচ দগ্ধের ঘটনায় একে একে সবাই মারা গেছেন।
সর্বশেষ দগ্ধ রিপন পেদা (৩৫) জাতীয় বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে মারা যান।
এর আগে চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছেন রিপন পেদার তিন সন্তান আয়েশা (১), রোকন পেদা (১৪), তামিম পেদা (১৬) ।
আর তাঁর দগ্ধ স্ত্রী চাঁদনী (২৮) কে গ্রামের বাড়ি নিয়ে যাওয়ার পথেই মারা যান।
রাজধানীর সূত্রাপুরে গ্যাস লিকেজ থেকেই এই বিস্ফোরণ।
ঘটনা সম্পর্কে জানা যাচ্ছে, শুক্রবার গভীর রাতে পরিবারের সবাইকে নিয়ে তারা ঘুমিয়ে ছিল। হঠাৎ করেই ঘরে একটি বিস্ফোরণ ঘটে।