ঢাকা: রাজসাক্ষী হয়ে আছেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। রাজসাক্ষী হয়ে গেছেন বলতে জোরজবরদস্তি তাঁকে রাজসাক্ষী বানানো হয়েছে।

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার জন্য পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে এদিন, সোমবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

এদিকে, শেখ হাসিনার রায় ঘোষণা উপলক্ষে ট্রাইব্যুনাল ও সুপ্রিম কোর্ট এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আদালত চত্বর জুড়ে সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন করা হয়েছে।

বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আজ এই গুরুত্বপূর্ণ রায় ঘোষণা করবেন।

ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারক মোহিতুল হক এনাম চৌধুরী।

মামলার আসামিদের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান দেশে নেই।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *