ঢাকা: রাজধানীর ঘরে ঘরে বিস্ফোরণ হচ্ছে এসি বোমা। বারবার ঘটছে এমন ঘটনাগুলো।

যারা অসাধু ব্যবসা করে তারা চিন্তা করে না মানুষের জীবনের কথা। আর সরকার তো জাহান্নামে।

জানা গিয়েছে, তথ্য গোপন করে বাংলাদেশের ধোলাইখাল, আশুলিয়ার চন্দ্রা, উত্তরায় তৈরি হচ্ছে নকল কম্প্রেসর।

চীন থেকে আমদানি করে বাংলাদেশে আনা হয় রিকন্ডিশন এসির কম্প্রেসর।

পরবর্তীতে চট্টগ্রাম বন্দর থেকে নতুন পণ্য হিসেবে তা খালাস করা হয়। শুধু গাড়ি ছাড়া অন্য কোনো ধরনের ইলেকট্রনিক্স পণ্য পুরনো বা রিকন্ডিশন আমদানি করা যাবে না সরকারের এমন নীতিকে তোয়াক্কা না করে দেশের বাজারে প্রবেশ করে এসির অন্যতম গুরুত্বপূর্ণ পার্টস কম্প্রেসর।

অসাধু চক্র বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে পুরনো কম্প্রেসর সংগ্রহ করে তা ওয়ার্কসপে রিপেয়ার করে একদম নতুনের মতো করে।

ক্রেতারা তো জানেন না, সেসব ব্যবহার করা নকল কম্প্রেসার আসল দাম দিয়ে কিনে লাগিয়ে নেন নিজের এসিতে। ঘটে দুর্ঘটনা।

এইবার রাজধানীর যাত্রাবাড়ীতে একটি বাড়িতে শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র (এসি) বিস্ফোরণে একই পরিবারের চারজন সদস্য দগ্ধ হয়েছেন।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে ধলপুর বউবাজার লিচুবাগান মসজিদের পার্শ্ববর্তী একটি ভবনের ৭ম তলায় এই দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন মো. তুহিন হোসেন (৩৮), তার স্ত্রী ইবা আক্তার (৩০), দুই ছেলে তাওহীদ (৭) ও তানভীর (৯)।

শুক্রবার রাতে যখন ঘুমিয়ে ছিলেন তখনই এসি বিস্ফোরণ হয়। মুহূর্তে ঘরে আগুন ধরে গেলে তারা চারজনই দগ্ধ হন। তাঁদের চিকিৎসা চলছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *