ঢাকা: মায়ের এই করুণ সময়েও দেশে ফিরতে চান না তারেক রহমান।

তবে তারেক রহমানের পাসপোর্ট কোথায়? তবে কি তারেক জানতেন যে, উনি আর ফিরবেন না? কিংবা ফেরার সম্ভাবনা কম!! খালেদা জিয়া এক পুত্র হারিয়েছেন। উনিও চাননি নিরাপত্তা ঝুঁকি মাথায় নিয়ে তারেক রহমান দেশে ফিরুন।

তারেক রহমানের সমস্যা হল, দলের উপরে পূর্ণ নিয়ন্ত্রণ নেই। এমনকি দলের একাংশ এটাও চায় না যে তারেক দেশে ফিরে আসুন৷ শুধু তাই নয়, ইউনূসও তাঁর বাধা।

এদিকে, তারেক রহমানের নিরাপত্তায় বিশেষ যা যা দরকার সরকার তা দিতে প্রস্তুত আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এই কথা বলেন।

তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘এ বিষয়টি নিয়ে এখানে (কোর কমিটি) কোনো আলোচনা হয়নি। বাংলাদেশে কারও কোনো নিরাপত্তার শঙ্কা নেই।’

তারেক রহমানকে নিরাপত্তা দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কি প্রস্তুতি রয়েছে? জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমরা সবার জন্যই প্রস্তুত। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবার জন্যই প্রস্তুত আছে, বিশেষভাবে যাদের জন্য দরকার…, যাদের জন্য স্পেশাল যেটা দেওয়া দরকার- এটার জন্য আমরা প্রস্তুত আছি।’

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *