ঢাকা: ভারত বিরোধিতা, ভারতের বিরুদ্ধে উস্কানি, স্লোগান,দিল্লি না ঢাকা, আসিফ নজরুলের আগুনে ঘি দেয়া, সব শেষ। এখন ভারত থেকে ডিজেল আমদানি করার জন্য রেডি অন্তর্বর্তী সরকার। অবশ্য এক্ষেত্রে পেয়ারে পাকিস্তানের নাম উচ্চারণ করবে না ইউনূস সরকার।
ভারতের নুমালীগড় রিফাইনারি লিমিটেড (এনআরএল) থেকে চলতি বছরের জানুয়ারি মাস থেকে ডিসেম্বরের সময়ে ১ লাখ ৮০ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করবে সরকার।
এতে খরচ হবে ১ হাজার ৪৬১ কোটি ৭৬ লাখ টাকা।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) বাজেট ও ব্যাংক ঋণের মাধ্যমে এই অর্থের ব্যবস্থা করা হবে।
আজ, মঙ্গলবার (৬ জানুয়ারি) সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই তেল আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।
জানা গিয়েছে, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে ভারতের নুমালীগড় রিফাইনারি থেকে চলতি বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর সময়ে ১ লাখ ৮০ হাজার মেট্রিক টন ডিজেল আমদানির প্রস্তাব নিয়ে আসা হয়।
এবং উপদেষ্টা পরিষদ কমিটি প্রস্তাবটি পর্যালোচনা করে অনুমোন দিয়েছে।
