ঢাকা: উত্তপ্ত বাংলাদেশ! জিগিড় তোলা হচ্ছে ভারত বিরোধিতার। ভারত বিরোধী স্লোগানে উত্তেজিত দেশটা। অথচ ভারতের সহযোগিতা ছাড়া বাংলাদেশ স্বাধীন হতো না।
এবার ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র বা আইভ্যাক পরিদর্শন করেছেন।
সোমবার সকালে তিনি কেন্দ্রটি পরিদর্শনে যান এবং সেখানে চলমান ভিসা সেবার সার্বিক কার্যক্রম এবং অগ্রগতি পর্যবেক্ষণ করেন।
প্রণয় ভার্মা তাঁর পরিদর্শনের সময় সাধারণ আবেদনকারীদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাদের অভাব অভিযোগের কথা শোনেন।
যারা চিকিৎসার জন্য ভারতে যেতে ইচ্ছুক তাদের সাথে তিনি লম্বা সময় কথা বলেন এবং মানবিক দিক বিবেচনা করে ভিসা প্রক্রিয়া সহজ করার বিষয়টি গুরুত্বের সাথে দেখেন।
উল্লেখযোগ্য যে, নিরাপত্তা হুমকির কারণে যমুনা ফিউচার পার্কের এই ভিসা কেন্দ্রটি একদিনের জন্য বন্ধ রাখা হয়েছিল।
পরে ফের চালু হয় এবং যাদের অ্যাপয়েন্টমেন্ট বাতিল হয়েছিল তাঁদের জন্য দ্রুত বিকল্প স্লটের ব্যবস্থা করা হয়েছে।
