ঢাকা: ১ ডিসেম্বর থেকে কমপ্লিট শাটডাউনে যাওয়ার ঘোষণা দিয়েছেন উচ্চ মাধ্যমিকের শিক্ষকরা। শাটডাউন শুরু হবে ১ ডিসেম্বর থেকে।

দশম গ্রেড থেকে নবম গ্রেডে উন্নীতকরণ করা না হলে আগামী সোমবার (১ ডিসেম্বর) থেকে কমপ্লিট শাটডাউনে যাওয়ার ঘোষণা দিয়েছেন উচ্চ মাধ্যমিকের শিক্ষকরা।

আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে শিক্ষা ভবনের সামনে বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতির ব্যানারে অবস্থান নিয়ে এই কর্মসূচির ঘোষণা দিয়েছেন তাঁরা।

আন্দোলনরত শিক্ষকদের বলছেন, অনেক নিচের গ্রেডের পদও নবম গ্রেডে উন্নীতকরণ করা হয়েছে। কিন্তু ন্যায্যতা থাকার পরেও শুধুমাত্র দশম গ্রেডের সহকারী শিক্ষক পদের কোনো নড়াচড়া নেই।

তাঁরা জানান যে দীর্ঘ সময় ধরেই বৈষম্যের স্বীকার হচ্ছেন। বেশ কয়েকবার আন্দোলন করেছেন এজন্য।

তবে এবার তাঁরা দাবি আদায় করেই শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরবেন বলে জানিয়েছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *