পিরোজপুর: ভোর রাতে পিরোজপুর জেলা সদরের শারিকতলা ডুমরিতলা গ্রামের সাহা বাড়িতে ৫ টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে।
ভোর রাতে দুষ্কৃতি, হিন্দু বিরোধীরা বাড়িতে আগুন দেয় যা মুহূর্তেই পুরো বাড়িতে ছড়িয়ে পরে।
জঙ্গী এই সরকার না বলে, বাংলাদেশে নাকি কোনো সাম্প্রদায়িক হামলা হয় না? তাহলে এই ঘটনা কিসের ইঙ্গিত? আর কত মিথ্যা?
ঘরে আগুন দেওয়া এ কেমন নৃশংসতা, ঘরে আগুন দেওয়া মানুষ হত্যা করার চেয়েও মহাপাপ যা কোন ধর্ম সমর্থন করে না।
শনিবার (২৭ ডিসেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হলেন- পলাশ কান্তি সাহা, শিব সাহা, দীপক সাহা, শ্যামলেন্দু সাহা এবং অশোক সাহা।
অগ্নিকাণ্ডের ঘটনায় ঘরের মধ্যে থাকা সব জিনিসপত্র সহ মূল্যবান কাগজপত্রও পুড়ে গেছে বলে জানান ভুক্তভোগীরা।
ভুক্তভোগীরা জানান, ওই গ্রামের সাহা বাড়ির পলাশ কান্তি সাহার পরিবারের সবাই বেড়াতে গিয়েছিলেন এবং রাতে পলাশও পিরোজপুর শহরে ছিলেন।
ভোরবেলা ওই বাড়ির বৃদ্ধা সন্ধ্যা সাহা প্রকৃতির ডাকে সাড়া দিয়ে ঘরে ফেরার পর পলাশের ঘরে আগুন জ্বলতে দেখে ডাক চিৎকার দেয়। এরপর মুহূর্তের মধ্যে আগুন পার্শ্ববর্তী ঘরগুলোতে ছড়িয়ে পড়ে।
পরবর্তীতে ফায়ার সার্ভিসের লোকজন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে পিরোজপুর ফায়ার স্টেশনের ওয়্যার হাউজ ইন্সপেক্টর যুগল বিশ্বাস জানান, কীভাবে আগুন লেগেছে এ বিষয়ে এখনো তারা নিশ্চিত নয়।
ভুক্তভোগী পলাশ কান্তি সাহা বলেন, ঘটনার সময় আমি বাড়িতে ছিলাম না। ঘরের ভেতরে আমার সবকিছু ছিল। আমার ক্ষতির পরিমাণ প্রায় ২৫ থেকে ৩০ লাখ টাকা।
