ঢাকা: নির্বাচনের আগে খুন খারাবি বেড়ে গিয়েছে। যদিও ৫ আগস্ট থেকেই দেশ রক্তাক্ত। তবে সন্ত্রাসী কর্মকাণ্ডের যেন চরম বহিঃপ্রকাশ দেখা যাচ্ছে এখন।
রাজধানীর দক্ষিণ বনশ্রীর একটি বাসা থেকে ফাতেমা আক্তার নিলি নামের এক স্কুলছাত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার হয়।
এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে র্যাব। তার নাম মিলন। পেশায় একজন হোটেলকর্মী। তাঁকে প্রথম থেকেই সন্দেহের তালিকায় রাখা হয়েছিলো।
সোমবার (১২ জানুয়ারি) র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী বলেন, দক্ষিণ বনশ্রীর নিজ বাসায় খুন হওয়া স্কুলছাত্রীর চাঞ্চল্যকর হত্যা মামলার সন্দেহজনক আসামি হোটেলকর্মী মিলনকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।
এই মিলন নিহত নিলির বাবার রেস্তোরাঁয় কাজ করেন। নিলি বাসায় একা ছিল সেই সুযোগে মিলন তাকে গলাকেটে হত্যা করে।
তবে কোন কারণে এই হত্যাকাণ্ড তা এখনো জানা যায়নি।
