ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদর উপজেলার আংশিক) আসনে বিএনপির প্রার্থী আবুল খায়ের ভূঁইয়া।
আবুল খায়ের ভূঁইয়ার চাইতে দেখা যাচ্ছে তাঁর স্ত্রীর সম্পত্তির পরিমাণ বেশি।
মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া হলফনামা পর্যালোচনায় দেখা গেছে, তাঁর স্থাবর, অস্থাবর অর্জনকালীন মোট সম্পদ রয়েছে ৬৬ লাখ ৬ হাজার টাকার।
আর তাঁর স্ত্রী রওশন আরা বেগমের স্থাবর ও অস্থাবর সম্পদ রয়েছে ১ কোটি ৩৭ লাখ ৩১ হাজার টাকার। রওশন আরা বেগম পেশায় গৃহিণী ও ব্যবসায়ী।
আবুল খায়ের ভূঁইয়া লক্ষ্মীপুর-২ আসনে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
হলফনামা অনুযায়ী আবুল খায়ের ভূঁইয়ার একটি আগ্নেয়াস্ত্র রয়েছে। এ ছাড়া তাঁর ৬৩ লাখ ২৫ হাজার ৬১৬ টাকা মূল্যের গাড়ি রয়েছে। তাঁর নামে ১৩ লাখ টাকার গাড়ি ঋণ আছে।
