ঢাকা: সংস্কৃতিবানের কাজ হচ্ছে, মেরুদণ্ড সটান করে দাঁড়ানো, সত্য অসত্যের বিভেদ তুলে ধরা।
এই বাংলা সংস্কৃতির বাংলা। কিন্তু রাজাকার, পাকিস্তানি, মৌলবাদের উৎপাতে সঙ্গীত, বাজনা, শিল্প সব অন্ধকারে যেতে চলেছে। তালিবানি কায়দায় শাসনের চেষ্টা চলছে সোনার বাংলাদেশে।
অথচ সংস্কৃতি চর্চায় মুক্ত প্রাণের চেতনাকে সজীব রাখা যায়, সেই বোধ মৌলবাদীদের নেই। এরা ধর্ষণ বোঝে, কায়দা বোঝে।
সে কারণেই প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত ও শরীরচর্চার শিক্ষক নিয়োগ বাতিল করা হয়েছে।
এর প্রতিবাদে আজ শনিবার (৮ নভেম্বর) মানববন্ধন করেছে ছায়ানট। এমন অন্ধকার সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহবান জানিয়ে বক্তারা বলেন, একটি মানবিক সমাজ বিনির্মানে প্রাথমিকে সঙ্গীত ও শরীরচর্চার শিক্ষক নিয়োগের প্রয়োজন রয়েছে।
পাশাপাশি এই সিদ্ধান্তের ফলে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গীতের শিক্ষার্থীরা কর্মসংস্থান বঞ্চিত হবে।
প্রাথমিকে সঙ্গীত এবং শরীরচর্চার শিক্ষক নিয়োগ বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে রাজধানীর ধানমণ্ডিতে ছায়ানটের মানববন্ধন করা হয়। এতে অংশ নেন প্রতিষ্ঠানটির শিক্ষক শিক্ষার্থীরা।
তাঁরা মানবন্ধনে জাতীয় সঙ্গীতসহ বিভিন্ন গান গেয়ে প্রতিবাদ জানান।
