ঢাকা: বাংলাদেশে জন্ম হলেও দেশ থেকে বিতাড়িত লেখক তসলিমা নাসরিন। বিগত কয়েকবছর ধরে ভারতেই বসবাস করছেন তিনি।

হঠাৎ, বৃহস্পতিবার এমন একটি পোস্ট শেয়ার করলেন তিনি, যাতে তসলিমার স্বাস্থ্য নিয়ে তাঁর অনুরাগীদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। আচমকা কী হলো লেখকের এই প্রশ্ন সবার।

তসলিমা ফেসবুকে একটি পোস্ট শেয়ার করেন, যেখানে লেখেন ৭০ বছরের বেশি বাঁচা তাঁর পক্ষে সম্ভব নয়। এর কারণও সামনে আনেন তিনি।

তসলিমার সেই পোস্টে লেখেন, ‘আমি এখন ৬৩। খুব স্বাস্থ্যসম্মত ভাবে জীবন কাটিয়েও, খুব বেশি যদি বাঁচি, বড়জোর আর ৭ বছর বাঁচবো।’

তসলিমা তাঁর পোস্টে আরও লিখেছেন, ‘তবে ৭০ এর বেশি বাঁচা, চাইলেও আমার পক্ষে সম্ভব নয়। এর কারণ জিন, এবং আমাকে মিথ্যে কথা বলে বোকা বানিয়ে এক ডাক্তার নামের ক্রিমিনালের আমার শরীরের প্রচণ্ড ক্ষতি করা।’

তসলিমার এই পোস্টে তাঁর এক অনুরাগী মন্তব্য করেন, ‘আমি ৬৪, ভালো ভাবে বেঁচে থাকতে বড় সাধ হয়। আপনিও বেঁচে থাকুন সুস্থ সবল ভাবে নতুন নতুন সৃষ্টি নিয়ে।’

আরেকজন লিখেছেন, ‘আপনি যত বেশি দিন বাঁচবেন ততদিন পৃথিবীতে নতুন নতুন তসলিমা নাসরিন তৈরি হবে। সুতরাং আমাদের নাস্তিক সমাজের স্বার্থে আপনি বেঁচে থাকুন বা আপনাকে বাঁচিয়ে রাখতে হবে। এই কুসংস্কার আচ্ছন্ন পৃথিবী সংস্কার করার জন্য লাখো লাখো তসলিমা দরকার। মেয়েদের মুক্তির জন্য তসলিমা দরকার। তসলিমা নাসরিন এখন শুধু একজন মানুষ নন – তিনি আধুনিক মানুষ হওয়ার প্রতিষ্ঠান – সেটা মনে ও মগজে।’

প্রসঙ্গত, সামাজিক বিভিন্ন অন্যায়ের বিরুদ্ধে বারবার মুখ খুলেছেন তসলিমা নাসরিন।

নারী নিপীড়ন থেকে শুরু করে ইসলাম ধর্মের সমালোচনা, নারী পুরুষের সমানাধিকারসহ আরো বহু কিছু।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *