ঢাকা: অগ্নিগর্ভ বাংলাদেশ! মারা হচ্ছে একে একে হিন্দু। ঘটনায় উদ্বেগ প্রকাশ করল ভারত।
বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল শুক্রবার বলেন, ‘‘বাংলাদেশে কট্টরপন্থীদের হাতে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ-সহ সংখ্যালঘুদের বিরুদ্ধে লাগাতার হামলা গুরুতর উদ্বেগের বিষয়।’’
রণধীর শুক্রবার বলেন, ‘‘আমরা সকলেই বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী সম্পর্কে অবগত। আমরা বিষয়টি নিবিড় ভাবে পর্যবেক্ষণ করছি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্ষেত্রে আমাদের অবস্থান কী ছিল, কী হওয়া উচিত এবং কী হবে, সে বিষয়ে ধারাবাহিক ভাবে অবহিত করছি।’’
সম্প্রতি বাংলাদেশের দুই জেলায় দুই হিন্দু যুবককে পিটিয়ে হত্যার ঘটনার তীব্র নিন্দা করেছে বিদেশমন্ত্রক।
নয়াদিল্লির অভিযোগ, প্রতিবেশী দেশে সংখ্যালঘুদের বিরুদ্ধে লাগাতার শত্রুতার পরিবেশ তৈরি হচ্ছে।
শুক্রবার বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, এই অপরাধের সঙ্গে যুক্তদের অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে।”
এবং একই সঙ্গে তিনি জানান, সংখ্যালঘুদের উপর হামলা নিয়ে বাংলাদেশ যে ‘ভুল ব্যাখ্যা’ তুলে ধরছে, ভারত তা আগেও খারিজ করেছে।
বিদেশমন্ত্রকের দাবি, বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে সংখ্যালঘুদের উপর প্রায় ২,৯০০টি হিংসার ঘটনা ঘটেছে। এই প্রেক্ষিতেই সম্প্রতি ঘটে যাওয়া দু’টি ঘটনা নতুন করে উদ্বেগ বাড়িয়েছে।
