চট্টগ্রাম: হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশে রাজনীতির চাকা ঘুরছে। সেই সঙ্গে বাড়ছে ভারত-বিরোধী আবেগ।

ভারত বিরোধিতা করলেই নাকি প্রকৃত বাংলাদেশি হওয়া যায়? এমন কথাবার্তায় ছয়লাপ ফেসবুক।

গত কয়েক দিনে উত্তেজনা যে স্তরে পৌঁছেছে, তা শুধু প্রতিবাদ বা স্লোগানের মধ্যে আটকে নেই। আগুন, ভাঙচুর, খুনের অভিযোগ, সংবাদমাধ্যমে হামলা এবং কূটনৈতিক স্থাপনার সামনে বিক্ষোভ মিলিয়ে পরিস্থিতি স্পষ্টতই বিপজ্জনক।

ভারত বন্ধ করে দিচ্ছে ভিসা সেন্টারগুলো!

এবার চট্টগ্রামের ভারতীয় ভিসা সেন্টার (আইভ্যাক) বন্ধ ঘোষণা করা হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সেন্টারের সব কার্যক্রম স্থগিত থাকবে বলে জানিয়েছে ভারতীয় সহকারী হাইকমিশন।

রোববার ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র আইভ্যাকের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

এতে বলা হয়, বর্তমান নিরাপত্তা
পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রামের আইভ্যাক সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিবৃতিতে আরও জানানো হয়, যেসব আবেদনকারীর ভিসার অ্যাপয়েন্টমেন্ট নির্ধারিত ছিল, তাদের জন্য পরবর্তীতে নতুন তারিখ ঘোষণা করা হবে।

ভারত বিরোধিতাকে পুঁজি করে জনগণের সিম্পাথি নেয়ার জন্য হাদির লাশটা দরকার ছিলো তাদেরই যারা ভারত বিরোধিতার কাল্পনিক গালগল্প পুঁজি করে রাজনীতি করে।

হাদির লাশটা দরকার ছিলো তাদেরই যারা অনির্বাচিত থেকে দীর্ঘদিন রাষ্ট্র ক্ষমতা দখল করে থাকতে চায়। হাদি আসলে কিছু রাজনৈতিক দলের ক্ষমতায় যাবার একটি সিঁড়িমাত্র।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *