ঢাকা: জামাতির কর্মকাণ্ড দেখলে লজ্জায় ঘৃণায় মানুষ উঠে পালাবে।

নতুন বন্দোবস্তের বাংলাদেশে এবার ‘জামায়াতি ভগবান’এর আবির্ভাব! যমুনা টেলিভিশনের লাইভ টকশো ‘রাজনীতি’তে উপস্থাপিকা নিকোলের উপর রীতিমতো চেঁচিয়ে, নিজেকে ‘ভগবান’ দাবি করে সম্মান চান ‘জামায়াত নেতা’ ব্যারিস্টার শাহরিয়ার কবির!

জাতীয় টেলিভিশনের পর্দায় নজিরবিহীন ঔদ্ধত্য ও শিষ্টাচারবর্জিত আচরণের এক জঘন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন জামায়াতে ইসলামীর নেতা ও আইনজীবী ব্যারিস্টার শাহরিয়ার কবির।

তাঁর এমন দম্ভোক্তি ও আক্রমণাত্মক শরীরী ভাষায় হতবাক হয়েছেন সচেতন মহল।

ঘটনার সূত্রপাত হয় যখন উপস্থাপিকা রোকসানা আনজুমান নিকোল বিজয়ের মাসে বঙ্গবন্ধুকে নিয়ে করা শাহরিয়ার কবিরের একটি বিতর্কিত মন্তব্যের প্রতিবাদ জানান।

শেখ মুজিবকে বিশ্বাসঘাতক বলেছিলেন ঐ জামাতি।

এর প্রতিবাদ করলে কোনো রাজনৈতিক ব্যাখ্যা না দিয়ে তিনি মুহূর্তেই ক্ষিপ্ত হয়ে ওঠেন। লাইভ চলাকালীন তিনি নিজের আসন ছেড়ে দাঁড়িয়ে যান এবং উপস্থাপিকার দিকে আঙুল উঁচিয়ে ধমকের সুরে কথা বলতে শুরু করেন।

সভ্যতার লেশমাত্র নেই এঁদের। শাহরিয়ার কবির বলেন, “আমরা আমন্ত্রিত অতিথি, অতিথি মানে হচ্ছে ভগবান। ভগবানকে আপনার সম্মান করতে হবে।”

এবং উপস্থাপিকাকে হেয় করে ইংরেজিতে চিৎকার করে বলেন, “আই এম নট ইওর স্লেভ (আমি আপনার গোলাম নই)।”

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *