ঢাকা: আজ দেশবিরোধীরা আবারো বাংলাদেশের স্বাধীনতাকে জিম্মি করেছে, পাকিস্তানপন্থী জামায়াত তো আছেই তাদের সাথে জোট করে গণতন্ত্রবিরোধী ইউনূস দেশ ছারখার করে ফেলেছেন।

আপামর জনসাধারণ একমাত্র আওয়ামী লীগের উপরেই আস্থাশীল এবং জনতার একমাত্র মার্কা নৌকা। দেশের পরিস্থিতিতে জনগণ ইউনূসের পদত্যাগ চাইছে।

বাংলাদেশ আওয়ামী লীগ বিহীন নির্বাচন এজাতি চায় না; সুতরাং যদি এমন পাতানো নির্বাচনই হয় সেটা প্রকৃত স্বৈরাচারবৃত্তি বলেই গণ্য হবে।

চারদিকে আগুন ধরানো হচ্ছে। জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের (এনডিএফ) সভাপতি ও জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদের গ্রামের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে।

শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার গুমানমর্দন এলাকায় এই ঘটনা ঘটেছে।

জানা গিয়েছে, ৫০ থেকে ৬০ জন ব্যক্তিগত গাড়ি ও মাইক্রোবাসে এসে আনিসুল ইসলামের বাড়িতে ঢুকে। তবে তিনি ও পরিবারের সদস্যরা কেউ ওই সময় বাড়িতে ছিলেন না।

সেই হামলাকারীদের হাতে অস্ত্র, লাঠিসোঁটা আর মুখে মাস্ক ছিল।

আনিসুল ইসলাম মাহমুদের বাড়িতে
ভাঙচুর করা হয়। আগুন ধরিয়ে দেয়া হয়। পুড়ে যায় একটি প্রাইভেট কার। হামলাকারীরা চলে যাওয়ার পর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায়।

আগুনে আনিসুল ইসলাম মাহমুদের
বাড়ির সামনে থাকা একটি প্রাইভেট কার ছারখার করা হয়।

পুলিশ ঘটনা তদন্ত করছে, তবে পুলিশকে তো হুঁশিয়ারি দিয়ে রেখেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। তিনি যেভাবে বলবেন সেভাবেই চলবে প্রশাসন‌।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *