ঢাকা: ভারত বাংলাদেশের কূটনৈতিক, রাজনৈতিক সমস্যা গাঢ় হচ্ছে। এর জন্য দায়ি ভারত নয়। এই দেশে কিছু পাতি নেতার কর্মকাণ্ডে বিরক্ত হওয়াই স্বাভাবিক। ভারত বিরোধিতা করে, ভারতের বিরুদ্ধে নোংরা নোংরা স্লোগান দিয়ে, সংখ্যালঘুদের নির্মমভাবে হত্যা করার ফলাফল খুব ভালো হবে না।

যাই হোক, বাংলাদেশ প্রসঙ্গে কড়া পদক্ষেপ নিতে চলেছে আইসিসি। ভারতে টি-২০ বিশ্বকাপ খেলতে যেতে চায় না বাংলাদেশ।

অবশ্য বিষয়টা আরো বেশি ঘোলা করেছেন মিথ্যাবাদী, দুমুখো আসিফ নজরুল। উস্কে দিয়েছেন, আগুনে ঘি ঢেলেছেন।

ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে নিয়ে যাওয়ার আবেদন করা হয়েছিলো। এই বিষয়ে প্রাথমিক ভাবনাচিন্তা করলেও, সূত্রের খবর নিজেদের সিদ্ধান্তে অনড় আইসিসি। আইসিসি তার দৃঢ় অবস্থানে রয়েছে।

ভারত থেকে ম্যাচ সরাতে চাইছেন না জয় শাহরা।

মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স ছেড়ে দেওয়ায় ক্ষিপ্ত হয়ে উঠেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

জানানো হয়, আইপিএল সম্প্রচার করা হবে না বাংলাদেশে। এদিকে একটি সর্বভারতীয় সংবাদ সংস্থার রিপোর্ট অনুযায়ী, বাংলাদেশের আবেদন খারিজ করে দিয়েছে আইসিসি।

মঙ্গলবার ভার্চুয়াল কলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তাদের সঙ্গে কথা বলেন আইসিসির আধিকারিকরা। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, নিরাপত্তার কারণে বাংলাদেশের ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়।

অর্থাৎ, টি-২০ বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়া ছাড়া কোনও গতি নেই।

কিন্তু এরপরেও যদি বিসিবি নিজেদের সিদ্ধান্তে বহাল থাকে, তাহলে পয়েন্ট কাটা যাবে।

তবে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। কোনও বোর্ডই এই প্রসঙ্গে মুখ খোলেনি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *