ঢাকা: প্রতিহিংসার রাজনীতি চলমান এই বাংলাদেশে। স্টেডিয়ামের নাম পরিবর্তন হচ্ছে, স্থাপনার নাম পরিবর্তন হচ্ছে, পারলে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলার চরম চেষ্টা চলছে।
এগুলো করলেও হৃদয় থেকে বঙ্গবন্ধুর নাম, মুক্তিযুদ্ধের চেতনা নিঃশেষ করা সম্ভব না।
ভালোবাসা যেমন জোর করে চাপিয়ে দিলে মানুষ নিতে চায় না, আবার ভালোবাসায় বাধা দিলেও মানুষ মেনে নেয় না। ভালোবাসায় বাধা আসলে ভালোবাসা দ্বিগুণ হয়ে যায়।
এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চারটি আবাসিক হলের নাম পরিবর্তন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ কামরুল আহসানের সভাপতিত্বে গত বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও সিন্ডিকেটের সদস্যসচিব এ বি এম আজিজুর রহমান জানিয়েছেন,
*শেখ হাসিনা হলের নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘জুলাই–২৪ জাগরণী হল’।
*বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের নতুন নাম ‘শহীদ ফেলানী হল’।
*বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে করা হয়েছে ‘শেরেবাংলা এ কে ফজলুল হক হল’।
শেখ রাসেল হলের নতুন নাম ‘নবাব সলিমুল্লাহ হল’।
