ঢাকা: খালেদা জিয়ার শারীরিক অবস্থা একেবারেই ভালো নয় বলে জানানো হলো।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে।
সোমবার (২৪ নভেম্বর) রাতে চিকিৎসকদের একটি সূত্র জানাচ্ছে, খালেদা জিয়ার হৃদযন্ত্র আর ফুসফুসে সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে শ্বাসকষ্ট তীব্র আকার ধারণ করেছে। এ অবস্থায় চিকিৎসকরা তাঁকে বিশেষ পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নিয়েছেন।
মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক এফ. এম. সিদ্দিকী জানিয়েছেন, খালেদা জিয়ার বুকে সংক্রমণ ধরা পড়েছে।
