ঢাকা: বাংলাদেশে ফিরতে পারেন খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে আগামি রবিবার অর্থাৎ ৪ মে দেশে ফিরতে পারেন।
তবে দেশে ফিরবেন যদিও এখনো অবধি এয়ার অ্যাম্বুলেন্স নিশ্চিত নয়। ফলে দিনটি পরিবর্তনও হতে পারে। হয়তো এয়ার অ্যাম্বুলেন্স না পেলে সোমবার, ৫ মে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকায় ফিরতে পারেন।
চেষ্টা চলছে এয়ার অ্যাম্বুলেন্সের জন্য।এমনটাই জানা গিয়েছে। সাথে ফিরতে পারেন খালেদার দুই পুত্রবধূরও।খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডন গিয়েছিলেন। এর আগে শেখ হাসিনার হাতে পায়ে ধরেও কোনো কাজ হয়নি। হাসিনাকে গদিচ্যূত করার পরই খালেদা জিয়াও চলে গেলেন লন্ডন।
লন্ডনে পৌঁছানোর পর খালেদা জিয়াকে দ্য লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে তিনি ১৭ দিন চিকিৎসাধীন ছিলেন। বর্তমানে তিনি তারেক রহমানের লন্ডনের বাড়িতেই আছেন ।
উল্লেখ্য, ২০১৮ সালে দুর্নীতির মামলায় গ্রেপ্তার হন খালেদা জিয়া এবং দুই বছরের বেশি সময় কারাগারে ছিলেন। তাঁর বিদেশে চিকিৎসার জন্য পরিবারের তরফ থেকে একাধিকবার তৎকালীন আওয়ামী লীগ সরকারের কাছে আবেদন জানানো হয়, তবে খালেদার ব্যাপারে বরাবর কঠোর ছিল আওয়ামী লীগ সরকার।
এদিকে, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রপতির এক আদেশে খালেদা জিয়া মুক্তি পান। এরপর আদালত তাঁর বিরুদ্ধে থাকা দুর্নীতির দুটি মামলার রায় বাতিল করে দেন।