ঢাকা: দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে বাংলাদেশে প্রত্যাবর্তন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ৩০০ ফুট এলাকায় আয়োজিত বিশাল গণসংবর্ধনা মঞ্চে দাঁড়িয়ে তিনি আগামী দিনের নতুন বাংলাদেশ গড়ার রূপরেখা ও পরিকল্পনার কথা তুলে ধরেন।

আজ লাখো মানুষের উদ্দেশে তারেক রহমান বলেন, ‘আসুন, আমরা সকলে মিলে প্রতিজ্ঞা করি—আগামী দিনে দেশ পরিচালনার দায়িত্বে যারা আসবে, আমরা সকলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ন্যায়পরায়ণতার আলোকে দেশ পরিচালনার সর্বোচ্চ চেষ্টা করব।’

তিনি নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘আমরা যে ধর্মের বা যে রাজনৈতিক দলেরই সদস্য হই না কেন, আমাদের নিশ্চিত করতে হবে যেন এ দেশের প্রত্যেক মানুষ নিরাপদ থাকে। শিশু, নারী, পুরুষ—যেকোনো বয়স বা ধর্মের মানুষ যেন এই মাটিতে নিরাপত্তার সঙ্গে বসবাস করতে পারে।’

আশাবাদ ব্যক্ত করেন তিনি। বলেন, ‘সবাই মিলে করব কাজ, গড়ব মোদের বাংলাদেশ। ইনশা আল্লাহ, আপনাদের সকলের দোয়া ও সহযোগিতায় আমরা আমাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হব।’

এদিকে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আবেগ আপ্লুত কণ্ঠে বলেন, দীর্ঘ ১৭ বছর প্রবাসে নির্বাসিত জীবন থেকে আমাদের বাংলাদেশি জাতীয়তাবাদী রাজনীতির আদর্শ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র আমাদের নেতা জননন্দিত নেতা দেশ নায়ক তারেক রহমান অবশেষে আমাদের মাঝে ফিরে এসেছেন। আমরা তাকে স্বাগত জানাই। তাকে সালাম জানাই।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাজধানীর পূর্বাচলে গণসংবর্ধনা মঞ্চে তারেক রহমান পৌঁছানোর পর তাঁকে স্বাগত জানিয়ে দেয়া বক্তব্যে বিএনপি মহাসচিব কথাগুলো বলেন।

২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা জয়ী হব বলে মন্তব্য করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *