ঢাকা: চিড়িয়াখানায় খাঁচা থেকে সিংহ বেরিয়ে যায়, কারাগার থেকে আসামী বেরিয়ে যায়, পুলিশের গাড়ি থেকে হাতকড়া পরা অবস্থায় অপরাধী পালিয়ে যায়- সবাই পালাচ্ছে এই দেশের!

ঢাকায় মিরপুর জাতীয় চিড়িয়াখানায় খাঁচা থেকে বেরিয়ে যায় এক সিংহী। বেরোনোর প্রায় আড়াই ঘন্টা পর ডেইজি নামের সিংহীটিকে খাঁচায় ফেরানো হয়েছে।

শুক্রবার বিকেল পৌনে ৫টার দিকে খাঁচা থেকে হঠাৎ বেরিয়ে যায় ডেইজি। এতে স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়ায়।

সাথে সাথে চিড়িয়াখানার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় এবং দর্শনার্থীদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়।

প্রায় আড়াই ঘন্টা পর সিংহীটিকে নিরাপদে খাঁচায় ফিরিয়ে আনতে সক্ষম হয় কর্তৃপক্ষ।

চিড়িয়াখানার পরিচালক রফিকুল ইসলাম তালুকদার বলেন, ‘সিংহীটি খাঁচা থেকে বের হয়ে গেছে। তবে এটি এখনো চিড়িয়াখানায় ৬ ফুট উচ্চতার নেটের ভেতরেই আছে। আমরা ইতিমধ্যে সিংহীটিকে চেতনানাশক দিয়েছি। সিংহীটি অচেতন হয়ে গেলে আবার খাঁচায় ফিরিয়ে আনা হবে।’

‘তাই আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। সিংহীটির অচেতন হতে ১৫-২০ মিনিট সময় লাগতে পারে,’ সন্ধ্যা ৭টার দিকে বলেন তিনি।

কিন্তু বেরোলো কীভাবে সিংহী? পরিচালক বলেন, ‘খাঁচার গেট সম্ভবত তালা মারা ছিল না। কোথাও কোনো ভাঙা বা গ্রিলে ফাঁকা পাওয়া যায়নি। এ বিষয়ে আজ রাতেই একটি তদন্ত কমিটি গঠন করা হবে।’

পরে তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানা যায়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *