ঢাকা: সন্তান মানুষ নয়, মায়ের কষ্টের শেষ নেই। মাদক গ্রহণের টাকা মায়ের কাছ থেকে নেয় ছেলে। না দিলেই চলে শারীরিক ও মানসিক অত্যাচার।
মা দিনে দিনে অতিষ্ঠ হয়ে ওঠে।
মাদকাসক্ত ছেলের লাগাতার এমন নির্যাতনে অতিষ্ঠ হয়ে মা আর্তনাদ করতে থাকে। তারপরেই ঘটে আসল কাহিনী গাজীপুরের শ্রীপুর উপজেলায়।
দীর্ঘদিনের সহ্যসীমা পেরিয়ে যাওয়ায় অবশেষে এলাকাবাসীই বিচার করে ঐ কুলাঙ্গার ছেলের।
ঘটনাটি ঘটেছে শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের টেপিরবাড়ী গ্রামে। অভিযুক্ত যুবকের নাম খলিল (৩২)।
স্থানীয়রা বলছেন, দীর্ঘদিন ধরে মাদকাসক্ত খলিল নেশার টাকার জন্য নিয়মিত তার মা খোদেজা বেগমকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিলেন।
শনিবার (১৩ ডিসেম্বর) সকালে নেশার টাকা না পেয়ে মাকে রীতিমতো মারধর করতে থাকেন পুত্র খলিল।
এতে করে অসহায় মা কান্নায় ভেঙে পড়ে প্রতিবেশীদের কাছে বিচারের দাবি জানান। ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওঠে এলাকাবাসী।
তারা খলিলকে আটক করে মারধর করে তারপর কোমর পর্যন্ত মাটিতে পুঁতে রাখে।
অনেকেই বলছেন, উচিৎ শিক্ষা হয়েছে। তবে ঐ যুবক শোধরালেই হয়।
শ্রীপুর থানার ওসি মোহাম্মদ নাছির আহমদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
