ঢাকা: এলপিজি সিলিন্ডারের দাম আকাশ ছুঁয়েছে। রাজধানীতে লাইনের গ্যাস না থাকা বাড়িগুলোর রান্নার একমাত্র ভরসা এলপিজি সিলিন্ডার। রান্না না চড়লে জনজীবন অচল হয়ে পড়বে।
সরকার দাম নিয়ন্ত্রণে অক্ষম।
তাছাড়া কোনো সরকারি ঘোষণা ছাড়াই হঠাৎ করে এলপিজির দাম এক হাজার টাকার বেশি বাড়িয়ে দিয়েছেন কিছু অসাধু ব্যবসায়ী। এতে করে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ ভোক্তারা।
শনিবার (৩ জানুয়ারি) রাজধানীর বিভিন্ন জায়গায় দেখা গেছে, বাজারে এলপিজি সিলিন্ডারের তীব্র সংকট তৈরি হয়েছে। যেখানে আগে ১২ কেজির একটি সিলিন্ডার পাওয়া যেত ১২৫৩ টাকায়, সেখানে এখন তা ২১০০ থেকে ২২০০ টাকায় বিক্রি হচ্ছে।
সিলিন্ডার কেনা আকাশের চাঁদ কেনা সমান হয়ে গেছে। দাম তো বেড়েছেই, আবার সিলিন্ডার পাওয়াও যাচ্ছে না।
বাজারে তদারকি না থাকায় সংকট দেখিয়ে অতিরিক্ত মুনাফা নিচ্ছে কালো ব্যবসায়ীরা।
এমনো দেখা যাচ্ছে, গতকাল যে সিলিন্ডার ১৩০০ টাকায় বিক্রি হয়েছে সেটাই আজ হয়েছে ২১০০ টাকা!
মগবাজার, বাংলামোটর, নিউমার্কেট, আজিমপুরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় দেখা গেছে, অনেক দোকানেই এলপিজি সিলিন্ডার নেই। দোকানিরা বলছেন, বাজারে সরবরাহ কম থাকায় তারা নিজেরাও বেশি দামে কিনতে বাধ্য হচ্ছেন।
ব্যবসায়ীরা বলছেন, সময়মতো এলসি খুলতে না পারায় লক্ষ্যমাত্রা অনুযায়ী এলপিজি আমদানি করা সম্ভব হয়নি। এর ফলেই বাজারে হঠাৎ সংকট তৈরি হয়েছে এবং দাম বেড়েছে।
