ঢাকা: গভীর রাতে এভারকেয়ার হাসপাতালের সামনের দৃশ্য অন্যরকম দেখা গেছে। একের পর এক ট্রাক দিয়ে বিশেষ নিরাপত্তা বলয় তৈরীর সরঞ্জাম আনা হচ্ছে। থমথমে পরিবেশ।

রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। হাসপাতালের প্রবেশমুখে এবং আশপাশের এলাকায় বাড়ানো হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সংখ্যা।

হাসপাতালের সামনে নতুন করে ব্যারিকেড বসিয়েছে পুলিশ।
সোমবার (১ নভেম্বর) রাতে ব্যারিকেড বসিয়ে নিরাপত্তা আরো জোরদার করা হয়।

খালেদা জিয়াকে নিয়ে সারা দেশে কথাবার্তা চলছে। তিনি কী আর নেই? এমনটাও প্রশ্ন উঠছে!

বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নিতে সোমবার রাতভর হাসপাতালের সামনে দলের নেতাকর্মীদের অবস্থান করতে দেখা গেছে।

খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে ছুটে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার গভীর রাতে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন মহাসচিবকে নিয়ে হাসপাতালে যান।

এ ছাড়াও রাত ৩টা ২০ মিনিটে খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে যান ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *