ঢাকা: কারওয়ান বাজার- সন্ধ্যা থেকে চারদিকের রাস্তা বন্ধ রয়েছে। চলছে মোবাইল ফোন ব্যবসায়ী ও ব্যবহারকারীদের আন্দোলন।
ইন্টেরিম সরকারের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন মোবাইল ব্যবসায়ীরা।
রাজধানীর কারওয়ান বাজার মোড় অবরোধ করেছেন তাঁরা। বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় সড়কে আগুন জ্বালিয়ে তারা অবরোধ করেন, ফলে প্রধান সড়ক বন্ধ থাকায় এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়।
ব্যবসায়ীরা নিজেদের এই অবস্থানে বসার কারণ হিসেবে উল্লেখ করেছেন ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার (এনইআইআর) সংস্কারসহ কয়েকটি দাবি।
তারা মোবাইল আমদানি শুল্ক কমানো, আমদানি শর্ত সহজ করা এবং এনইআইআর সিস্টেম চালুর পরিকল্পনার বিরুদ্ধে প্রতিবাদ দাবি করেছেন।
প্রসঙ্গত, আগামী ১৬ ডিসেম্বর থেকে এনইআইআর সিস্টেম চালু হতে যাচ্ছে। ব্যবসায়ীরা আশঙ্কা করছেন, সিস্টেম চালু হলে লাখো ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হবেন।
আর অতিরিক্ত শুল্কের কারণে ভোক্তাদের মোবাইল ফোনের দামও বাড়বে।
