ঢাকা: এবার ভাঙচুর করা হলো বিটিআরসি ভবনে।

এনইআইআর বাতিলের দাবিতে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনে ভাঙচুর চালিয়েছেন মোবাইল ফোন ব্যবসায়ীরা।

আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে এই ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত পাঁচজনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

মারাত্মকভাবে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এর ফলে মূল ভবনের গ্লাস ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিটিআরসি ভবনে দায়িত্ব পালন করা কয়েকজন আনসার সদস্য বলেন, দুপুর ২টা থেকে আন্দোলন করছিলেন মোবাইলফোন ব্যবসায়ীরা। পরে বিকেল ৩টার দিকে তারা ভাঙচুর চালান ব্যাপকভাবে।

এদিকে, সন্ধ্যা ৬টার দিকে বিটিআরসি ভবনে সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *