মোহাম্মদপুর: অপরাধের স্বর্গরাজ্য রাজধানীর মোহাম্মদপুরে কমছেইনা কিশোরগ্যাং সন্ত্রাস। প্রতিদিনই ঘটছে ছিনতাই।
এদিকে আসামি ধরবে কি পুলিশ? উল্টো পুলিশ ধরে উত্তম মধ্যম দেয় আসামি। হাতকড়া হাতে পুলিশের গাড়ি থেকে পালিয়ে যায় আসামি। ১০/১২ জন পুলিশের একজন আসামি ধরার ক্ষমতা নেই, এরা দেশ থেকে অপরাধ দূর করবে?
মাঝে মাঝে এক দুইজন সৌভাগ্যক্রমে ধরছে বটে, তবে সারা দেশে অলি গলিতে এখন জঙ্গী সন্ত্রাসী, সারা দেশটাই জঙ্গীদের উর্বর জমিতে পরিণত হয়েছে। এটি হয়েছে একমাত্র মহাজন ইউনূসের জন্য।
এইবার রাজধানীর মোহাম্মদপুর থানার বিভিন্ন অপরাধ প্রবণ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ২৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বৃহস্পতিবার (২ অক্টোবর) অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে ডিএমপির মোহাম্মদপুর থানা পুলিশ।
শুক্রবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
যাদের গ্রেপ্তার করা হয়েছে, তারা: হীরা (১৯), রফিক (২১), আব্দুর রহমান (৩৯), নাবিদ হাসান চয়ন (২৬), খোকন (৩১), মনসুর (৩৫), জুয়েল (৩২), সানজু (২২), মিলন (৪২), শাওন (৩৬), নোয়াজ শরীফ (২৮), সেলিম (৩৪), আসাদুজ্জামান ইমন (২৩), আনোয়ার (৩৬), সজল (৩০), বরকত গাজী (২৮), জুয়েল (৩৮), আরমান (৩০), বাদল (৩৮), কোরবান (২৮), নয়ন (২৭), মাসরুফ (২৩), আল আমিন (২৭), রাকিব (১৮), মিলন (২৫), ওয়াজিদ (৩৬), এরশাদ (২৫), ছালাম ওরফে সামাদ (৩৭) ও দিলসার (৩০)।
এই অপরাধীদের কাছ থেকে ৩টি লোহার তৈরি ছুরি, ২টি ধারালো চাকু, ২ টি লোহার রড, একটি সাইকেল ও ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।