ঢাকা: ‘তুমি কে আমি কে’? নাহ! রাজাকার রাজাকার নয়, স্লোগান উঠছে শিক্ষক শিক্ষক-! উত্তাল শাহবাগ।

শিক্ষকদের সম্মান আর মর্যাদা লড়াইয়ে লক্ষ্যাধিক শিক্ষক শাহবাগ কর্মসূচিতে অবস্থান করছেন।

নিজস্ব দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছেন এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা। তাদের স্লোগানে শাহবাগ এলাকা এখন উত্তাল হয়ে উঠেছে।

ন্যায্য দাবি আদায়ের জন্য তাঁরা এই প্রতিবাদ, সমাবেশ চালাচ্ছেন। কিন্তু শিক্ষা মন্ত্রণালয় নিশ্চুপ।

বুধবার (১৫ অক্টোবর) দুপুর ১২টার মধ্যে বিজ্ঞপ্তি জারির আল্টিমেটাম শেষ হওয়ার পর শহীদ মিনার থেকে শাহবাগের দিকে মিছিল করে যান এবং দুপুর ২টার দিকে পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগ অবরোধ করেন তাঁরা।

শিক্ষকরা ঘোষণা দিয়েছেন যে, তাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত এই অবরোধ কর্মসূচি চলবে।

আন্দোলনরত শিক্ষকরা জানান, সরকারের প্রস্তাবিত বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির হার ‘অপর্যাপ্ত ও অবাস্তব’। তারা মূল বেতনের ২০ শতাংশ হারে ভাতা বৃদ্ধির পাশাপাশি সর্বজনীন বদলি নীতি বাস্তবায়নের দাবি জানিয়েছেন।

তাদের হাতে জাতীয় পতাকা ও বিভিন্ন দাবি-দাওয়া সংবলিত প্ল্যাকার্ড দেখা যায়।

এই আন্দোলন টর্নেডোর রূপ নিচ্ছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *