ঢাকা: ঢাকায় হঠাৎ মারা গেলো দুই শিশু। ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
রাজধানীতে খাবার খেয়ে অসুস্থ হয়ে ইলহাস চৌধুরী (১৪ মাস) এবং তার বোন আফ্রিদা চৌধুরী (১০) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
দুর্ভাগ্যজনক ঘটনাটি ঘটে শনিবার (২০ ডিসেম্বর) হাতিরঝিলে দুপুরের দিকে।
হঠাৎ করে শরীর খারাপ হলে তাদের পৃথক দুটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থাতেই তারা মারা যায়। শোকাকুল পরিবেশের সৃষ্টি হয় এই ঘটনায়।
রবিবার সকালে নিহত দুই শিশুর লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
হাতিরঝিল থানার উপপরিদর্শক মো. সুমন মিয়া জানিয়েছেন, শনিবার দুপুরের দিকে খবর পেয়ে একজন শিশুর লাশ মগবাজার কমিউনিটি হাসপাতাল থেকে এবং অপরজনের লাশ রাশমনো বিশেষায়িত হাসপাতাল থেকে উদ্ধার করা হয়। পরবর্তীতে দুটি লাশই ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
