ঢাকা: এনসিপি নেত্রীর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।
ঢাকার হাজারীবাগ থানাধীন একটি ছাত্রী হোস্টেল থেকে জান্নাতারা রুমীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ধানমন্ডি থানার যুগ্ম সম্পাদিকা ছিলেন।
মঙ্গলবার (১৮ ডিসেম্বর) সকালে জিগাতলা পুরাতন কাঁচাবাজার রোডে অবস্থিত জান্নাতী ছাত্রী হোস্টেলের পঞ্চম তলা থেকে নেত্রীর মরদেহ উদ্ধার করা হয়।
জান্নাতারা রুমী নওগাঁ জেলার নজিপুর উপজেলার পত্নীতলা থানার মো. জাকির হোসেনের মেয়ে।
হাজারীবাগ থানার ওসি হাফিজুর রহমান জানান, ঝিগাতলা পুরান কাঁচাবাজারের পাশে একটি ছাত্রী হোস্টেল থেকে জান্নাত আরা রুমী নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করা হয়।
তিনি এনসিপির ধানমন্ডি থানার যুগ্ম সম্পাদিকা ছিলেন।
তাঁর মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলে পাঠিয়েছে পুলিশ।
হঠাৎ কীভাবে, কেন এই মৃত্যু তা রহস্যের সৃষ্টি করেছে।
