ঢাকা: আওয়ামী লীগ বলেই নয়, অন্যায়ের বিরুদ্ধে বরাবর গর্জে ওঠাই মানুষের ধর্ম। এইভাবে হয়রানি কারা করে?

এইযে সংস্কারের নাম করে ইউনূস বসলেন গদিতে, কিসের সংস্কার করলেন তিনি?

সংস্কারের নামে চলছে গণগ্রেফতার ও আওয়ামী লীগ নিধন, আইনের শাসন প্রতিষ্ঠার নামে চলছে প্রহসন। আর কাঁহাতক এগুলো?

⁨ইউনুস সরকারের পুলিশ মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তারি চালিয়েই যাচ্ছে।

গ্রেপ্তার হওয়া অধিকাংশই নির্দোষ আওয়ামী লীগ নেতা-কর্মী। এদের অনেকের বিরুদ্ধেই কোনো মামলা নেই, আর যাদের বিরুদ্ধে মামলা রয়েছে, সেগুলোর বেশিরভাগই ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা মামলা।

সারাদেশে আওয়ামী লীগ নেতা-কর্মীদের উপর নেমে এসেছে দমন-পীড়নের মহাযজ্ঞ—মিথ্যা মামলা, গ্রেপ্তার, হামলা, নির্যাতন, বাড়িঘর ভাঙচুর।

সাথে সাধারণ মানুষের ওপর হয়রানি তো আছেই।

চলতি বছর ঝটিকা মিছিল থেকে প্রায় ৩ হাজার আওয়ামী লীগ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

১০ মাসে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের প্রায় ৩ হাজার নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবারও রাজধানীতে ঝটিকা মিছিল থেকে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ২৯ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার ডিএমপি জানায়, বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ঝটিকা মিছিল থেকে ২৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *