ঢাকা: কূটনৈতিক সম্পর্কের অবনতির জন্য ভারতীয় দল বাংলাদেশ সফরে আসবে না বলে খবর শোনা গিয়েছিল। অবশেষে সেই খবর সত্যি হওয়ার প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে।
উল্লেখযোগ্য যে, আগস্ট মাসে বাংলাদেশ সফরে এসে তিনটি করে ওয়ানডে ও টি–টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল ভারতীয় ক্রিকেট দলের। এবং সেপ্টেম্বরে নির্ধারিত ছিল এশিয়া কাপ।
কিন্তু সাম্প্রতিক ভূরাজনৈতিক উত্তেজনাময় পরিস্থিতি চলছে, ভারত পাকিস্তান সংকটে আর নিরাপত্তা উদ্বেগের কারণে এই দুই গুরুত্বপূর্ণ সিরিজ অনিশ্চয়তার মুখে পড়েছে।
টাইমস অব ইন্ডিয়া এই বিষয়ে জানিয়েছে, ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) বাংলাদেশের বিপক্ষে সিরিজ এবং এশিয়া কাপের আয়োজন নিয়ে নেতিবাচক মনোভাব প্রকাশ করেছে।
মূলত স্থগিত হয়ে যাওয়া আইপিএল-এর বাকি ১৬টি ম্যাচ আগস্ট–সেপ্টেম্বরে আয়োজনের পরিকল্পনা করছে বিসিসিআই। ফলে, ওই সময় আন্তর্জাতিক সূচিতে থাকা দুইটি বড় টুর্নামেন্ট প্রশ্নের মুখে পড়ছে।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, “ধর্মশালার ঘটনার পর বিসিসিআই খেলোয়াড়দের নিরাপত্তা ও মানসিক সুস্থতাকে সবচেয়ে গুরুত্ব দিচ্ছে। এই পরিস্থিতিতে বাংলাদেশ সফর বা এশিয়া কাপ আয়োজন নিয়ে কোনো নমনীয় কোনো অবস্থানে নেই। ”
এমনকি যদি আইপিএল আগস্টের আগেও শেষ হয়, তবুও এই দুটি আন্তর্জাতিক ইভেন্ট বাতিল হওয়ার সম্ভাবনাই বেশি। এমনটাই জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।