ঢাকা: বাংলাদেশের ঢাকার মূল সড়কে চলবে না কোনোরকম ব্যাটারিচালিত রিকশা। এই কথা জানিয়েছেন ঢাকা (Dhaka) উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ।

মঙ্গলবার ঢাকার (Dhaka) গুলশানে ডিএনসিসির নগর ভবনে ব্যাটারিচালিত রিকশার স্ট্যান্ডার্ড মডেল ও প্রোটোটাইপ নির্মাণের বিষয়ে হালনাগাদ অগ্রগতি এবং ভবিষ্যৎ করণীয় নির্ধারণ শীর্ষক সভায় এই কথাগুলো  বলেছেন তিনি।

উন্নত ঢাকা (Dhaka), উন্নত চিন্তাভাবনা। তবে ঢাকা উন্নত হলেও প্রদূষণে হয় এক নম্বর, না হয় দুই নম্বরে থাকবেই। তাছাড়া এই রাজধানী শহরে যানজটের বিকল্প তো আর নেই। হাজার হাজার মানুষ, হাজার হাজার যানবাহনের ভিড়।

উল্লেখযোগ্য যে, বৃহস্পতিবার সকালেও ১০টার রেকর্ড অনুযায়ী, ঢাকার বায়ুমান ছিলো ১৮৬, যা অস্বাস্থ্যকর বাতাসের নির্দেশক। আজ দূষিত বাতাসের শহরের তালিকায় ঢাকার (Dhaka) অবস্থান হচ্ছে প্রথম।

ডিএনসিসির প্রশাসক বলেছেন, শহরের অভ্যন্তরের সড়কে স্ট্যান্ডার্ড মডেলের অনুমোদিত ব্যাটারিচালিত রিকশা (ই-রিকশা) চলবে। ব্যাটারিচালিত রিকশার স্ট্যান্ডার্ড মডেল ও নীতিমালা প্রস্তুতের জন্য খুব অল্প সময়ের মধ্যেই একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *