ঢাকা: ‘বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) আইন, ২০১৩’ সংশোধন করে নতুন অধ্যাদেশ জারি করেছে অন্তর্বর্তী সরকার।
বলা হচ্ছে, ট্রাভেল এজেন্সি ব্যবসায় সুশাসন নিশ্চিত, টিকিটের কৃত্রিম সংকট রোধ আর অভিবাসী কর্মীদের হয়রানি বন্ধে এই নতুন অধ্যাদেশ।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে ২০২৬ এর ১ জানুয়ারি এই অধ্যাদেশ জারি করেছেন।
জানা গেলো, নতুন অধ্যাদেশে অনলাইন ও অফলাইন ট্রাভেল এজেন্সির জন্য আলাদা আলাদা ব্যাংক গ্যারান্টির বিধান রাখা হয়েছে।
সংশোধিত আইন অনুযায়ী, অফলাইন ট্রাভেল এজেন্সির ক্ষেত্রে ব্যাংক গ্যারান্টির পরিমাণ হবে ১০ লাখ টাকা।
আর অনলাইন ট্রাভেল এজেন্সির ক্ষেত্রে এই গ্যারান্টির পরিমাণ নির্ধারণ করা হয়েছে ১ কোটি টাকা।
এই নতুন অধ্যাদেশে বানোয়াট আসন সংরক্ষণের মাধ্যমে টিকিটের কৃত্রিম সংকট তৈরি করাকে নিষিদ্ধ করা হয়েছে।
এবং কোনো ট্রাভেল এজেন্সি অন্য কোনো এজেন্সির কাছ থেকে টিকিট ক্রয়-বিক্রয় (বিটুবি) করতে পারবে না।
আর টিকিট বিক্রি করার ক্ষেত্রে সরকারের নির্ধারিত আর্থিক মাধ্যম ছাড়া অন্য কোথাও লেনদেন করা যাবে না।
যদি কোনো ব্যক্তি বা এজেন্সি আইন লঙ্ঘন করেন তাহলে তাঁকে অনধিক ১ বছরের কারাদণ্ড অথবা অনধিক ১০ লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রাখা হয়েছে।
