ঢাকা: ভারতের পেঁয়াজ না নিয়ে উপায় নেই। যতই ভারত বিরোধিতা, কুশপুতুল দাহ হোক!
দিনাজপুরের হিলিতে দীর্ঘ ৩ মাস পর ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে।
আজ, রবিবার (৭ ডিসেম্বর) পেঁয়াজের আমদানি শুরু হয়েছে।
ভারত থেকে পেঁয়াজ আমদানি না করেই বা গতি কী? দেশে কেজিতে পেঁয়াজের দাম ১৫০ ছাড়িয়ে গেছে। জনগণের মাথায় হাত।
এদিকে, ভারত থেকে পেঁয়াজ আমদানির খবরে দিনাজপুরের হিলি স্থলবন্দর এলাকায় পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। দাম কমায় কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে।
অর্থনীতির এই গুরুত্বপূর্ণ খাতে স্থিতিশীলতা ফেরাতে সারাদেশেই এখন ভারতীয় পেঁয়াজের দিকে নজর রয়েছে।
উল্লেখযোগ্য যে, চলতি বছরের ৩০ আগস্ট থেকে ভারত থেকে হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ ছিল।
রোববার সকালে হিলির কাঁচাবাজারে দেখা গেছে, ভারত থেকে আমদানির খবরে মোকামে দাম কমে যাওয়ায় খুচরা বাজারেও দাম কমেছে।
হিলি বাজারে পেঁয়াজ বিক্রেতা শাকিল হোসেন বলেন, ভারত থেকে পেঁয়াজ আমদানির খবরে দেশের বিভিন্ন মোকামে পেঁয়াজের দাম কমায় আমরা কম দামে কিনে কম দামে খুচরা বাজারে বিক্রি করছি।
